Read more »
Title | বৈজ্ঞানিক কল্পকাহিনী নিঃসঙ্গ গ্রহচারী |
Author | মুহম্মদ জাফর ইকবাল |
Publisher | সময় প্রকাশন |
ISBN | 9844580722 |
Edition | 15th Print, 2017 |
Number of Pages | 95 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |
২০০৭ সাল। আমি ক্লাস নাইন-য়ে পড়ি।
আমাদের বাসায় কন্সট্রাকশনের কাজ চলছিলো। চারিদিকে ধুলো ময়লায় ঢাকা। বেলা ৩ টা, প্রচন্ড গরম। বিদ্যুৎ নাই।
বাসার
সামনে ছায়ায় ঢাকা একটু জায়গা। সেখানে গদিসহ একটা চেয়ার পাতা। আমার
হাতে না পড়া একটি বই। সায়েন্স ফিকশন সমগ্র ০২। লেখক মুহম্মদ জাফর ইকবাল।
এর আগে কখনো এই লেখকের বই পড়ি নাই। শুধু জানি ইনি হুমায়ূন আহমেদের ছোট
ভাই, আর দীপু নাম্বার টু নামে যে মজার একটা সিনেমা আছে, সেটার কাহিনী তার
লেখা।
কমিক্স আর তিন গোয়েন্দায় সারাদিন ডুবে থাকা হত। এমন দিনও আছে, সারাদিনে এ ৩/৪ টা তিন গোয়েন্দা সমগ্র শেষ করে ফেলছি।
যাই
হোক, সমগ্র ০২ নিয়ে বসলাম। বাইরে একটু বাতাস দিচ্ছে। পড়ার জন্য পরিবেশটা
খারাপ না। সমগ্র এর প্রথম গল্পটা ছিলো ‘নিঃসঙ্গ গ্রহচারী’। আমি বুঝতে
পারছিলাম না কোন জগতে চলে গিয়েছি। এমন অদ্ভুৎ গল্পতো আগে কখনো পড়িনি।
এইরকম গল্প লেখাও সম্ভব? আমি বিমোহিত হয়েছিলাম সেদিন। সেই মুহুর্তের
বর্ণনা দেয়া সম্ভব না। সন্ধ্যার পরে আকাশ কালো করে ঝুম বৃষ্টি পরছিল। আমি
ছিলাম, ওই অজানা গ্রহটিতে, একা নিঃসঙ্গ গ্রহচারী হয়ে।
শুধু মনে হচ্ছিল
আর কিছু না শুধুমাত্র এই লেখকের সব বই আমার পড়তে হবে। জানতে পারলাম এখন
পর্যন্ত ৪ টা সমগ্র বের হয়েছে, মানে মোট ৩২ টা সায়েন্স ফিকশন। ছয় মাসের
মধ্যেই সবগুলো পড়ে ফেলেছিলাম। প্রতিটা গল্প পড়ার পর অনুভুতিগুলো আলাদা
আলাদা ছিলো, যা কখনো পুরোনো হয়নি।
.
মুহম্মদ জাফর ইকবাল স্যারের
লেখা আমার চিন্তা ভাবনার জগৎে সবথেকে বেশী প্রভাব বিস্তার করেছে। মূলত
দুইজন মানুষের দৃষ্টিভঙ্গী আমার জীবনে সবচেয়ে বেশী প্রভাব বিস্তার করে
আছে। একজন মুহম্মদ জাফর ইকবাল স্যার, অন্যজন তারেক মাসুদ।
.
তার কথা অন্য একদিন অন্য কোথাও বলা যাবে।
রিভিউঃ S M Rafiuddin Rifat (Collected from Goodreads)
0 Reviews