Read more »






Titleবিজ্ঞান কল্পকাহিনী ফোবিয়ানের যাত্রী
Author
Publisher
ISBN 9844582830
Edition 11th Print, 2016
Number of Pages 128
Country বাংলাদেশ
Languageবাংলা

'ফোবিয়ানের যাত্রী' গল্পটি এক অসাধারণ মহাজাগতিক যাত্রাকে ঘিরে। গল্পটির মূল চরিত্র ইবান নামের মহাকাশযান ক্যাপ্টেনের। ইবানের মায়ের স্বপ্ন ছিল যে তার ছেলে হবে এক হৃদয়বান মানুষ। তাই জিনেটিক ইঞ্জিয়ারিং করে ইবানের মা তার মধ্যে শুধু ভালোবাসা নামের অসাধারণ গুণটি প্রবেশ করায়। জিনেটিক ইঞ্জিয়ারিংয়ের মাধ্যমে অন্যান্য গুণগুলো না পাওয়ায় ইবানকে জীবনের পদে পদে বৈষম্যের শিকার হতে হয়। তবুও জিনেটিক গুণ না থাকা সত্ত্বেও নিজের যোগ্যতাকে প্রমাণ করে ইবান চতুর্থ মাত্রার মহাকাশযান চালানোর সুযোগ পায়। ইবানের মা অন্য একটা গ্রহের কলোনিতে চলে যায়। জীবনের উদ্দেশ্য বোঝার তার খুব ইচ্ছা রিতুন ক্লিস নামের এক মৃত মহাপুরুষের সাথে তার ব্রেইনের নিউরন ম্যাপিংয়ের সাহায্যে কথা বলার খুব ইচ্ছা। আর এই জন্যে প্রয়োজন একটা ৫ম মাত্রার মহাকাশযানের নিউরাল নেটওয়ার্ক। আর সৌভাগ্যক্রমে এই নতুন ধরনের ৫ম মাত্রার কার্গো মহাকাশযান চালানোর সুযোগ পায় ইবান। মহাকাশযানটির নাম 'ফোবিয়ান'। ম্যাটার-এন্টিম্যাটার ইঞ্জিন থেকে শুরু করে নিউক্লিয়ার অস্ত্রধারী রবোট পর্যন্ত কি নেই এতে! তবে মহাকাশযানটিতে বয়ে নিয়ে যেতে হবে শীতল ঘরে ঘুমন্ত ভয়ংকর সন্ত্রাসী ম্যাংগেল ক্বাসকে। নির্ধারিত দিনে ইবান তার মায়ের কাছে যাত্রা শুরু করে। যাত্রাকালে একদিন ইবান ইচ্ছা করে হঠাৎ মহাকাশযানটির গতির হেরফের করায় বিরাট ঝাঁকুনির সৃষ্টি হয়। এতে শীতলঘর থেকে ম্যাংগেল ক্বাসের সাথে সাথে মিত্তিকা নামের এক মেয়ে জেগে ওঠে। পরে আস্তে আস্তে মেয়েটির সাথে ইবান ভালোবাসার সম্পর্কে জড়ায়। ক্বাস জেগে ওঠার পরে আরেক রোমহর্ষক অ্যাভেঞ্চারের শুরু হয়। ক্বাস মহাকাশযানের দখল নেওয়ার চেষ্টা শুরু করে। ক্বাস আসলে একজন হাইব্রিড মানব ছিল। ফলে ইবান কিছুতেই ক্বাসের সাথে পেরে উঠছিল না। মহাকাশযানের উপর কর্তৃত্ব নেওয়ার পর ক্বাস তার অন্য সহযোগীদের উদ্ধারের জন্য একটি গ্রহে যায়। কিন্তু সবাই গ্রহটিতে আগেই মারা যায়। মৃত সহযোগীদের অন্য একটি সত্তা নিয়ন্ত্রণ করতে থাকে। শেষে তারা ক্বাসকেই আক্রমণ করতে থাকে। ইবান ও মিত্তিকা ক্বাসকে গ্রহটিতে একা ফেলে রেখে যেতে পারতো। কিন্তু ইবানের সহৃদয়তার কারণে ক্বাস রক্ষা পায়। মহাকাশযানে ফেরার পর ক্বাসও মিত্তিকার প্রেমে পড়ে যায়। ফলে দরকার হয় সবার উপর কর্তৃত্ব পাওয়া। তাই সে ইবানসহ মিত্তিকাকেও হাইব্রিড মানবে পরিণত করতে চায়। শেষে উপায় না দেখে ইবান মহাকাশযানটিকে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ফলে পৃথিবীর সাথে যানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর পৃথিবীর বিজ্ঞানীরা ভাবে যে ইবানরা মারা গেছে। ইবানের মায়ের কাছে খবরটি গেলে তিনি আত্মহত্যা করেন। কিন্তু রিতুন ক্লিসের সহযোগীতায় শেষমেশ ইবানরা বেচে যায় এবং পরে ইবান ক্বাসকে নিয়ন্ত্রণে নেয়। শেষে মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে ইবান ভেঙে পড়ে। এরপর মিত্তিকা ইবানকে নিয়ে নতুন জীবন শুরু করার প্রতিজ্ঞা করার মাধ্যমে অসাধারণ গল্পটির সমাপ্তি হয়। ফোবিয়ানের যাত্রী গল্পটি পড়ে প্রকাশক এটিকে তাদের ওয়েবসাইটে ইবুক আকারে রেখে দেয়। মজার কথা হলো বাংলা ভাষার প্রথম ইবুক হলো এই 'ফোবিয়ানের যাত্রী' বইটিই। আমার পড়া শ্রেষ্ঠতম সায়েন্স ফিকশনগুলির মধ্যে ফোবিয়ানের যাত্রী অন্যতম। কেনইবা হবে না! বইটিতে আছে সুন্দর একটি ভালোবাসার গল্প, আছে উত্তেজনাকর একটি অ্যাভেঞ্চারের গল্প, আছে বেদনাময় মুহূর্তও। 
রিভিউঃ
price/৳0.00size/small/big/mediumoff/রয়েছে
 





0 Reviews

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *