Read more »


 

Titleতিথির নীল তোয়ালে
Author
Publisher
ISBN 9844580684
Number of Pages 112
Country বাংলাদেশ
Languageবাংলা

কাহিনী সংক্ষেপ :
জাফর সাহেব তিথির বাবা, খুবই বদরাগী মানুষ। এই রাগের কারণে ঝগড়া করে তিথির মা চলে গেছেন তিথির বড় মামার বাড়িতে, সাথে নিয়ে গেছেন তিথির ছোট দুই বোনকেও। বড় মেয়ে তিথি শুধু আছে তার বাবার সাথে। তিথি বিশ্ববিদ্যালয়ে পড়ে। শান্ত চুপচাপ ভালো মেয়ে। সে পছন্দ করে মারুফকে। মারুফ তিথিকে জানিয়েছে মারুফের বাবা একজন গণিতের প্রফেসর, গ্রামে থাকেন। মারুফ একটি স্কলারশিপ নিয়ে ফ্রান্সে যাচ্ছে পি এইচ ডি করতে। আসলে এর সবই মিথ্যা কথা।

নুরুজ্জামান জাফর সাহেবের গ্রামের বাড়ি থেকে ঢাকায় এসেছে। জাফর সাহেবের বাবার একটি চিঠি নিয়ে এসেছে সাথে করে। বাবা চিঠিতে জানিয়েছেন নুরুজ্জামানকে সাহায্য করতে হবে। নুরুজ্জামান বি.এ. পাশ করেছে। গ্রামে তাঁর যায়গায় একটি মেয়েদের স্কুল করতে চাচ্ছে। সে ঢাকায় এসেছে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করে স্কুলের জন্য অনুদান ও অনুমোতি যোগার করতে। বোকাসোকা নুরুজ্জামান জানে না একজন মন্ত্রীর সাথে চাইলেই দেখা করা যায় না।

এদিকে তিথির মা তার দুই মেয়েকে নিয়ে চলে যান সিলেটে, তাঁর ছোট ভাইয়ের চা বাগানে। তিথি তার বাবাকে মারুফকে পছন্দের কথা জানায়। তিথির বারা তাদের সম্পর্ক মেনে নেন। তিথিকে পাঠান তার মাকে নিয়ে আসতে। তিথি তার মাকে নিয়ে আসে, আর মাও মারুফকে দেখে পছন্দ করে।

মারুফ আর তিথির বিয়ের তারিখ ঠিক হয়ে যায়, কার্ড ছাপা হয়। শেষ মুহুর্তে তিথির মামা মারুফের মিথ্যে পরিচয়ের কথা জেনে ফেলেন, বিয়ে বন্ধ হয়ে যায়।

এদিকে নুরুজ্জামান মন্ত্রীর পিএর স্ত্রীকে ধরে মন্ত্রীর সাথে দেখা করে ফেলে। মন্ত্রী সহজসরল নুরুজ্জামানকে তার স্কুলের জন্য সাহায্য করার কথা দেন। নুরুজ্জামান গ্রামে ফিরে যাওয়ার আগে মারুফকে নিয়ে আসে তিথিদের বাড়িতে। মারুফ তিথিকে সত্যিই ভালোবাসতো, বিষয়টা সবাই বুঝতে পারে, এবং মেনে নেয়।

রিভিউ কালেক্ট লিংক - https://m.somewhereinblog.net/mobile/blog/qshohenq/30325769

 

price/৳0.00size/small/big/mediumoff/রয়েছে
 

 

0 Reviews

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *